নিউজডেস্ক : বেশ ক’দিন থেকেই ঘন কুয়াশায় ঢাকছে উত্তর দিনাজপুর জেলা। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমলেও সকাল ৮ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে। সাথেই রয়েছে শীতের দাপট। আর এই কুয়াশার যেরে মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটলো সোমবার সকাল ৮ টা নাগাদ উওর দিনাজপুর জেলার ডালখোলা থানার হরিপুর বাইপাস জাতীয় সড়কে । এদিন সকালে ছোট চার চাকার গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয় পাঁচজন । স্থানীয় লোকজনরা আহতদের উদ্ধার করে ডালখোলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *