কৃষি নির্ভর উত্তর দিনাজপুর জেলার এসএসবি শ্রীকান্ত সিনহা বোরিং পদ্ধতিতে কমছে ভুট্টার চাষের খরচ ইসলামপুর মহকুমার যুগ্ম উপকিসি আধিকর্তা(প্রশাসন) শ্রীকান্ত সিনহা। তার এই যন্ত্র ব্যবহার করে ইসলামপুর মহাকুমা এলাকায় এবার 270 একর জমিতে ভুট্টা চাষ হয়েছে তবে শ্রীকান্ত সাহেবের এই যন্ত্র পেয়ে চাষিরা খুশি। শ্রীকান্ত সাহেবের এই যন্ত্রতে বিনা চাষেই ভুট্টা লাগাতে পারছেন চাষিরা।শ্রীকান্ত সাহেব জানিয়েছেন আমি একটি যন্ত্র বানিয়েছি সেটি হলো SSB যন্ত্র বীজ গড়া হাল। এই বীজগাড়া হাল দিয়ে ভুট্টা চাষ করলে প্রতি জমির একর প্রতি নয় থেকে দশ হাজার টাকা চাষীদের বাঁচে। তবে প্রতি জমিতে না চষেই ভুট্টা লাগানো যায় জমিতে। ধান কাটার সাতদিন পরেই জমিতে ভুট্টা লাগানো যায় বিনা চোষে। এই পদ্ধতিতে ভুট্টা লাগালে সারের অপচয় হয় না। জলের খরচের কম লাগে। জমিতে মাটির স্বাস্থ্য ভালো থাকে ও খরচ কম হয় পাশাপাশি চাষিরাও লাভবান হয়। সেই মোতাবিক উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই পদ্ধতিতে চাষ হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন রাজ্যের থেকে এই যন্ত্রর খোঁজ নেওয়া হচ্ছে এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসে এসে বিহারের আধিকারিকরা শিখে যাচ্ছেন কিভাবে চাষ করতে হবে এবং বিহারেও শ্রীকান্ত সাহেবের এই যন্ত্রের সাহায্যে চাষ হচ্ছে। শুধু তাই নয়, ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুট্টা চাষ করার কারণে খুশি রয়েছেন চাষীরা এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসের জয়েন ডাইরেক্টর শ্রীকান্ত সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তারা আরও জানাচ্ছেন একর প্রতি ৯ থেকে ১০ হাজার টাকা আমাদের বেঁচে যাচ্ছে এবং কম খাটুনিতে বর্তমানে ভুট্টা গাছের চেহারাও ভালো হচ্ছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *