ভোট বৈতরণী পার হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিজয়ী প্রার্থীদের দল বদল লেগেই আছে। এবার করনদিঘীতে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে বাম কংগ্রেস জোটের তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ মোট ৭ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোদ দিল এদিন। করনদিঘি ব্লকের দোমোহনা গ্ৰাম পঞ্চায়েতের ভুলি মোড়ে যোগদান সভা হয়। এই সভা থেকে বিধায়ক গৌতম পাল বলেন, বিভিন্ন দল থেকে দুই হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের সভাপতি মোশারফ হোসেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী।