দুর্নীতি যেন বাংলার রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধে রয়েছে। কোনওভাবেই যে দুর্নীতি দুষ্কর্ম বাংলার পিছু ছাড়ছে না। আর তাই এবার দুর্নীতির প্রতিবাদে সাধারন মানুষকেই এগিয়ে আসতে দেখা গেলো। বিভিন্ন নির্বাচনের সময় ছাপ্পা ভোটের বিস্তর অভিযোগ উঠলেও ভোট পেরিয়ে গেলে ছাপ্পা ভোটের তদন্তে প্রশাসনের কাউকেই দেখা যায় না। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত ভৌগলিকভাবে বিহার রাজ্যের সাথে লাগোয়া। গুঞ্জরিয়ার অধিকাংশ বাসিন্দার নাম বাংলার পাশাপাশি বিহার রাজ্যের ভোটার তালিকাতেও রয়েছে। আর এই সুযোগে দুই রাজ্যে ভোটের সময় ব্যাপক ছাপ্পা ভোটের ঘটনাও ঘটে থাকে। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের আনুমানিক ৭০ জন বাসিন্দার নাম বাংলার ভোটার তালিকার পাশাপাশি বিহারের ভোটার তালিকাতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তৌসিফ রেজা নিজের সামাজিক দায়িত্ব বোধে এই বিষয়ে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এমনকি বাংলা ও বিহারের ভোটার তালিকাতেও বাসিন্দাদের নাম উল্লেখ রয়েছে।জেলাশাসকের নির্দেশে ইসলামপুরের বিডিও তৌসিফ রেজাকে হিয়ারিংয়ে ডাকেন। মঙ্গলবার হিয়াড়িংয়ে উপস্থিত হয়ে সমস্ত তথ্য বিডিও দীপান্বিতা বর্মনের হাতে তুলে দেন তৌসিফ সাহেব। ঘটনার বিবরণে খুব শীঘ্রই প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছে ইসলামপুর ব্লক প্রশাসন।