পুরাতন শত্রুতার কারনে স্বামীকে খুন হতে হয়েছে বলে স্ত্রী সহ বাড়ির লোকেরা দাবি করেছিল রবিবার রাতে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তারপরই
চোপড়ার মুকদুমগছ খুনের ঘটনায় নয়া মোর সামনে আসে। পরকীয়া জেরেই এই খুন বলে দাবি পুলিশের। এই ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন ও তার সঙ্গী যুবক মতিবুর রহমান এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে প্রায় একবছর ধরে নাসিমা খাতুন ও তার প্রতিবেশি যুবক মতিবুর রহমানের মধ্যে সম্পর্ক ছিল। অভিযুক্তরা পুলিশের জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য গত শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুকদুমগছ এলাকার বাসিন্দা আবুল হোসেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দুরে একটি জমি থেকে আবুল হোসেনের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খুনের একাধিক দিক থেকে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে পুলিশ খুনের আসল কারণ খুঁজে বের করে। পরকীয়া জেরেই এই খুন বলে দাবি পুলিশের। এই ঘটনায় নিহতের স্ত্রী ও তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।