গতকাল অর্থাৎ ইংরেজি ১৮ তারিখ ইসলামপুর কলেজে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট টার্ম ও দ্বিতীয় টার্ম এর পরীক্ষা চলছিল। দ্বিতীয় টার্মের পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে এক ছাত্র ওই হলেরই ইনভেজিলেটরের সাথে কড়া গার্ড দেওয়ার কারণে অসভ্য আচরণ করে।পড়ে পরীক্ষা শেষে ওই শিক্ষক আমিতেশ সরকার বাড়ির উদ্দেশে রওনা দিলে কলেজ ক্যাম্পাসের বাইরে রাস্তায় ওনাকে পেছন থেকে মোটর সাইকেল দিয়ে ধাক্কা মারে ছাত্র টি।তখনই খবর পেয়ে কলেজ থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ঘটনা স্থলে পৌঁছে ছেলে টিকে ধরে ফেলে এবং ওই শিক্ষক কে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসা করিয়ে শিক্ষককে বাড়ি নিয়ে যাওয়া হয়। আজ কলেজ কতৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তে ওই ছেলেটির বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত ডায়েরি করা হয়।ইসলামপুর কলেজে বর্তমান শান্তি পূর্ণ ভাবে করা পুলিশি পাহারায় নির্বিঘ্নে সব পরীক্ষা চলছে বলে কলেজ সূত্রে জানা যায়।ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম, ডি, উজের আহমেদ জানান, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে শক্ত হাতে ব্যাবস্থা নেওয়া হবে। আর এই ঘটনাতেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে