শ্মশান থেকে সৎকার করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কলোনি মোর জাতীয় সড়ক এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম পলাশ সাঁনত্রা। বাড়ি পাঞ্জিপাড়ার দেশবন্ধু কলোনি এলাকায়। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় শ্মশান থেকে সৎকার করে বাড়ি ফেরার পথে ইসলামপুর দিক আসা একটি লরি ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর ভাবে জখম হন তিনি। স্হানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় ওই ব্যক্তিকে শিলিগুড়ি মেডিক্যালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। পরিবারের লোকজনেরা জখম ওই ব্যক্তিকে শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে রাস্তা মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে। মঙ্গলবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয় পলাশ সাঁনত্রা নামে ওই ব্যক্তির। ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।