অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতে । শুক্রবার দুয়ারে সরকার শিবির বসে চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ফতেহাবাদ আবৈ: প্রাথমিক বিদ্যালয় মাঠে । এদিন শিবির পরিদর্শনে যান চোপড়ার বিডিও সমীর মন্ডল, ব্লক কৃষি আধিকারিক মৌমিতা বড়ই । হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিনা টুডু বলেন , এখানে স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে, প্রত্যেক উপভোক্তা কে পঞ্চায়েত এর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হয়েছে । রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র, জমির রেকর্ড, লক্ষীর ভান্ডার জাতীয় নানাবিধ কাজ এক ছাতার তলায় সমাধান হচ্ছে । এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান,উপ প্রধান ও বিডিও নিজে থেকেই শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন। উপপ্রধান জাকির হোসেন বলেন,রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে না গিয়ে বাড়ির কাছেই নিজ নিজ দরকারি পরিষেবা পেয়েছেন। কিছু মানুষের যা কাজ বাকি ছিল,এবারে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে তা করিয়ে নিচ্ছেন।