গত পঞ্চায়েত ভোটে সিপিএমের টিকিটে লড়ে ছিলেন চূড়ামনি হেমব্রম। রায়গঞ্জ ব্লকের ৩ নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর বুথের সিপিএমের প্রার্থী ছিলেন চূড়ামনি হেমব্রম। ভোট পর্ব পার হবার পর জয়ী হন প্রার্থী।এবার সেই জয়ী পঞ্চায়েত সদস্য দলবদল করে তৃনমূলের ঝান্ডা হাতে তুলে নিল।

গতকাল রাতে হেমতাবাদের লুনিয়া মোড়ে তৃনমূলের একটি দলীয় সভায় সিপিএম ছেড়ে তৃনমূলের ঝান্ডা তুলে নেন। গতপঞ্চায়েতে বিজেপি ও সিপিএম জোট করে ঐ পঞ্চায়েত দখল করে। বিজেপির জয়ী প্রার্থী প্রধান ও চূড়ামনি উপপ্রধান হয়। দল বদল করে চূড়ামনি বলেন, বিগত চার মাস ধরে পঞ্চায়েত প্রধান আমাকে না জানিয়ে সকল কাজ কর্ম করছে। আমি কিছুই জানতে পারছি না। তাই আমি তৃনমূলে যোগ দিলাম নিজের ইচ্ছায়।

২০২৪ এ লোকসভা ভোট। তার আগে সকল দলই আসরে নেমে পড়েছে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে। তাতে রয়েছে দলবদলের মতো গল্প। যদিও ভোট দাতারা যতই নিজের পছন্দের দলকে ভোট দিয়ে জয়ী করলেও জয়ী প্রার্থীরা পরবর্তী সময়ে নিজেদের সুবিধা মতো দল পরিবর্তন করে। যা নিয়ে বিগত সময়ে বারবার নেটিজেনরা সোশ্যাল মিডিয়া তর্ক বির্তকে জড়িয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *