দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম থাকলেও আচমকাই ভোটার তালিকা থেকে নাম কেটে যাওয়ার ঘটনায় ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকার বাসিন্দা, রুহুল আমিন সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুর থানার পাশাপাশি ইসলামপুর ব্লক আধিকারিক এবং ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন। রুহুল আমিনের অভিযোগ, তার দাদা এনামুল হক পারিবারিক সম্পত্তি হরফ করে নেওয়ার জন্য তার নাম ভোটার তালিকা থেকে জাল সই করে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছেন। এই ঘটনায় গুঞ্জুরিয়া পঞ্চায়েতের বি এল ও জাহিদ জড়িত রয়েছেন বলে অভিযোগ রুহুল আমিনের। রুহুল আমিন আরো জানিয়েছেন, যে তিনি দীর্ঘদিন ধরে গুঞ্জুরিয়া পঞ্চায়েত এলাকার ভোটার। তার গুঞ্জুরিয়া বাজারে একটি দোকান রয়েছে। এছাড়াও তার বাবা দীর্ঘদিনের গুঞ্জুরিয়া পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন। তার নাম কিভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল। সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রুহুল আমিন। অন্যদিকে বি এল ও জাহিদ জানিয়েছেন, রুহুল আমিনের ভোটার তালিকায় নামের বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন এনামুল হক। সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে রুহুল আমিনকে খুঁজে পাননি তিনি। পাশাপাশি বিহারেও রুহুল আমিনের ভোটার তালিকায় নাম রয়েছে বলে বি এল ও জাহিদ জানিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুরের বিডিওকে জানানো হলে তিনি কিছুই জানাতে রাজি নন বলে জানিয়েছেন। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে ইসলামপুর বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে।