দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জমি সংক্রান্ত বিষয়ে খুন করা হয়েছে অভিযোগ মেয়ের পরিবারের। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা দাবি গ্রামবাসীদের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের রামপাড়া এলাকার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গিয়েছে মৃত ওই দম্পতির নাম প্রকাশ রায় (৩৫) ও পুষ্পা রায় (৩০)। মেয়ের বাপের বাড়ির সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে শিলিগুড়ি মেডিক্যাল থেকে পুষ্পা রায় নামে ওই গৃহবধূ তার শশুর বাড়িতে জলের ফ্লাক্স নেওয়ার উদ্দেশ্যে আসে। এরপর সকাল থেকে দুপুর হয়ে গেলেও ওই গৃহবধূর সাথে বাপের বাড়ির লোকজন যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি। এরপর সোমবার বিকালে ওই গৃহবধূর ভাই তার শশুর বাড়িতে আসলে জানতে পাড়েন তার জামাই ও মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। মঙ্গলবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন মেয়ের পরিবারের লোকজন। ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ জমি সংক্রান্ত কারণে মেয়ে ও জামাইকে খুন করেছে তার শশুর বাড়ির লোকজন বলে অভিযোগ। অন্যদিকে মেয়ের পরিবারের তরফে চোপড়া অভিযোগ করেছে বলে জানা গিয়েছে। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি।
অন্যদিকে চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজি করা হয়েছে। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে।