শেষ হল সপ্তাহ ব্যাপি রামায়ণ রাজধারি গান । চোপড়া ব্লকের সোনাপুর রাম পাড়ায় সপ্তাহ ব্যাপি রামায়ণ রাজ ধারি গানের আসর শেষ হল বৃহস্পতিবার সকালে। এদিন রাত্রে অনুষ্ঠিত হবে কৃষ্ণ লীলা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর দলের শিল্পীদের উদ্যোগে এবং ভক্তদের সাহায্যে সাত দিন ব্যাপী রামায়ণের সাত কান্ড নিয়ে রাজধারি গানের আসর বসানো হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই গান শুনতে আসেন। মুখোশ গানের প্রবীণ লোক শিল্পী সুবল গোপ জানান,সারা বছরের দুঃখ কষ্ট ভুলে দলের শিল্পীরা রাজ পোশাক পরে অভিনয় করে মানুষ কে আনন্দ দিয়ে নিজেও আনন্দে মেতে ওঠেন। সুভাষ রায়, সুবল রায়, রাধাকান্ত রায়, কমলা কান্ত রায়েরা দীর্ঘ দিন ধরে অভিনয় করে আসছেন।