জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম ৩ মহিলা সহ ৯ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া অঞ্চলের মিশ্রিগছ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ৪১ শতক জমির দখলকে কেন্দ্র করে এদিন সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় বাসিন্দা জমির উদ্দিনের অভিযোগ বিগত পঞ্চায়েত সদস্য মুহাম্মদ মুসলিম এর নেতৃত্বে বেশ কিছু লোকজন আমাদের পৈতৃক জমিতে হাল চাষ করতে যায়। তাদের বাধা দিতে গেলে লাঠি সোটা তরোয়াল নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এই ঘটনায় আমাদের সাতজন যখন হয় তার মধ্যে ৬ জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ইসলামপুরে রেফার করা হয়। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোঃ মুসলিম বলেন ১৯৯৭ সালে থেকে আমরা এই জমি কিনে নিয়ে ভোগ দখল করে আসছি এবং এর মধ্যে থেকে আট শতক জমি ICDS সেন্টার তৈরির জন্য সরকারকে দিয়েছি। আজ হঠাৎ তারা দলবল বেধে এসে আমাদের উপর চড়া হয়। এই ঘটনায় আমাদের তিনজন জখম হয়েছে। ঘটনার কথা জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় হাসপাতাল থেকে দুজনকে আটক করা হয়।