নিউজডেস্ক:রাজ্যের রাজনীতির পারদ চড়ছে। কখনো এই দলের নেতা অন্য দলের কর্মীদের পেটানোর নিদান দেয় তো কখনো ঐ দলের নেতা অপর দলের নেতা কর্মীকে লক্ষ করে কটুক্তি করছে। কোথাও আবার একদল নেতা তার কর্মী সমর্থকদের নিয়ে কোচবিহার থেকে হেঁটে চলেছে কলকাতা। এককথায় বলতে গেলে কেউ কেউ তু তু মেয় মেয় করছে তো কেউ মানুষের জন্য মানুষের দাবি নিয়ে এগিয়ে চলেছে। এরকমই হাজার চিত্রের মধ্যে একটি চিত্র ধরা পরলো ইসলামপুরে। যেখানে বিজেপির বনগাঁর যুব মোর্চার কর্মী মিহির বিশ্বাসের উপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা চালানোর প্রতিবাদে ইসলামপুর শহর বিজেপি দলীয় কার্যালয়ের সামনে পুরোনো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। কিছুক্ষণ অবরোধ চলার পর বিক্ষোভ তুলে নেন বিজেপির কর্মী সমর্থকেরা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *