জাতীয় সড়কের ধারে এক মাছ বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গাড়ির ধাক্কায় ওই মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে বলে স্হানীয়দের অনুমান। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তুতবাগান ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম অধীন হালদার। বাড়ি চোপড়া থানার রাঙ্গাগছ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে জাতীয় সড়কের ধারে ওই মাছ বিক্রেতাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।