ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার সুপ্রয়া ব্লকের তিন মাইল রোড ৩১ জাতীয় সড়কের ওপর। জানা গিয়েছে যে একটি ছোটো গাড়ি নগর থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় তিন মাইল রোড এলাকায় রোড ক্রসিংএ গাড়িটির সামনে একটি বাইক চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে গ্যাস ভর্তি গাড়িটি উল্টে যায় । ঘটনায় চালক আহত হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ফলের দোকানদার কমল চন্দ্র খা জানান, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিন মাইল এলাকাবাসী। যেহেতু গ্যাস সিলিন্ডার গুলো ভর্তি ছিল, তা লিক হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। গ্যাস সিলিন্ডার গুলি ন্যাশনাল হাইরোড এর উপর ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। স্থানীয় লোকেদের তৎপরতায় গ্যাস সিলেন্ডার গুলি গুছিয়ে উল্টে থাকা গাড়িটিকে সোজা করে সিলিন্ডার গুলোকে গাড়িতে লোড করে দেওয়া হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে চোপড়া থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।