বৃহস্পতিবার সকালে মালদা শহরের মহেশমাটি এলাকার বাসিন্দা গায়িত্রী সরকার (৬০) নামে এক বয়স্ক মহিলাকে ঠকিয়ে গহনা নিয়ে ফেরার হয় পুলিশ পরিচয় দেওয়া দুই যুবক। গায়িত্রী দেবী যখন টোটোয় করে বাড়ি ফিরছিলেন অভিযোগ, তখন দু’জন ব্যক্তি মোটরবাইকে এসে পুলিশ পরিচয় দিয়ে টোটো থামিয়ে নথিপত্র দেখতে চায়। এলাকায় ছিনতাই হয়েছে বলে বয়স্কা মহিলা গায়িত্রীদেবীকে সমস্ত গহনা খুলে কাগজে মুড়িয়ে নিয়ে যেতে বলে। প্রথমে অস্বীকার করলেও পরে ভয়ে হাতের বালা ও গলার চেন খুলে ফেলেন গায়েত্রী দেবী। দুষ্কৃতীরা সেই বালা ও চেন কাগজে মুড়িয়ে গায়িত্রীদেবীর হাতে দিয়ে চলে যায়। এরপর গায়িত্রীদেবী কাগজ খুলে দেখেন তাতে নিজের গহনার পরিবর্তে নকল গহনা রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে মালদায়। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়েও। যদিও এই একই রকম ঘটনা এর আগেও ইলরেজবাজার এলাকায় ঘটেছে বলে দাবি করেন কয়েকজন।