বুধবার দাসপাড়া নাগরিক শান্তিরক্ষা মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির । এদিনের শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন । শিবির টি অনুষ্ঠিত হয় চোপড়া ব্লকের দাসপাড়া স্পোর্টিং ক্লাব মাঠে । এলাকার মোট ১১৩ জন এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন । এদিন শিবিরে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক , দাসপাড়া গ্রাম পঞ্চায়েত উপ প্রধান জিল্লুর রহমান, দবিরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা । রৌশন আলম জানান, আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকি। সেই সামাজিক কাজকর্মের মধ্যে রক্তদান শিবির অন্যতম একটি কাজ এই বছর আমাদের এই রক্তদান শিবির অষ্টম তম বর্ষ ।