নিউজডেস্ক: পশ্চিমবঙ্গের লুপ্তপ্রায় লোকশিল্পের আঙ্গিকগুলির মধ্যে যাত্রানুষ্ঠান অন্যতম। আজ থেকে বছর ১৫ আগেও শীতকাল এলেই বিভিন্ন গ্রামেগঞ্জে বসতো যাত্রার আসর। সন্ধ্যেবেলা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আবালবৃদ্ধবনিতা ভীড় জমাতেন যাত্রার তাবুতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুঠোফোন হাতে আসার পর থেকেই জৌলুস কমেছে যাত্রানুষ্ঠানের। তাই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত মানুষগুলির সহায়তার জন্য পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমীর উদ্যোগে জেলায় জেলায় আয়োজিত হয় ‘লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব’।
এবছরের উত্তর দিনাজপুর জেলার যাত্রা উৎসবের আসর বসবে ইসলামপুর মুক্তমঞ্চে। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে এই অনুষ্ঠান। ২৫ এবং ২৬ তারিখে জেলা এবং কলকাতার স্বনামধন্য দুটি দল তাঁদের যাত্রা পরিবেশন করবেন। ইসলামপুর মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানান, ‘ইসলামপুরের মানুষ এই প্রথমবার দুই দিন ধরে বিনামূল্যে যাত্রানুষ্ঠান উপভোগ করতে পারবেন। ইসলামপুরে পৌরসভার উদ্যোগে মুক্তমঞ্চ তৈরি হওয়ার পর এই প্রথম বড় মাপের একটি অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আগামী ২৪ তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন লোকশিল্পের সঙ্গে সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। পরের দুইদিন লোকসংগীত, লোকনৃত্যের পাশাপাশি থাকবে বিখ্যাত দুটি দলের যাত্রাপালা।’

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *