জেসিবি নামে খ্যাত কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে জেসিবি ওরফে তাজেমুলকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। ইসলামপুর আদালতে এই অপরাধীর জেল হেফাজত হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, জেসিবি ওরফে তাজেমুলকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। গত পঞ্চায়েত নির্বাচনের সময় চোপড়া থানা এলাকায় বামকর্মী মনসুরকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত, কংগ্রেস নেতা অশোক রায় সহ বিভিন্ন বাম নেতৃত্বদের অপহরনের ঘটনায় অভিযুক্ত সহ অনেক অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত রয়েছে জেসিবি ওরফে তাজেমুল। এদিন আদালত চত্ত্বরে জেসিবির পরিবারের সদস্যদের দেখা যায়। আগামীকাল মঙ্গলবার তাজেমুলের ছেলের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ জানাতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে জেসিবি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *