হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু করেছে। চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে তাঁদের নাম নেই ।তাঁদের অভিযোগ ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে। সেকারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সেই কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়েছেন তাঁরা।মামলাকারীদের পক্ষে আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, এই মামলাকারীরা প্রথম তালিকাভুক্ত প্রার্থী। তাঁদের নাম কেন বাদ দেওয়া হল, তার কোনও সদুত্তর দিতে পারছে না SSC। অনেক প্রার্থীর অ্যাকাডেমিক নম্বর বাড়ানো হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা ।