ছট পুজা ও উৎসব মূলত বিহার রাজ্যের হলেও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হল। কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেব ও উষা কে আরাধনার মাধ্যমে ছট ব্রতিরা নিয়ম নিষ্ঠার সহকারে আরাধনা করেন।
জেলার ইসলামপুর, চোপড়া, সোনাপুর, পাঞ্জিপাড়া, রামগঞ্জ, গোয়ালপোখর, কর্ণদিঘি, ধরমপুর, টুনিডিগি, কানকি, রাসাখোয়া, চাকুলিয়া, ডালখোলা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমবাদ প্রভৃতি স্থানে অত্যন্ত বিশ্বাস ও আনন্দের সঙ্গে ছট পূজা উদযাপিত হয়।
এইদিন ছট পুজো চলাকালীন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়াল ইসলামপুরের তিস্তা ঘাটে পৌঁছান। তিনি জায়গাটি খতিয়ে দেখেন। তাকে প্রার্থনা করতেও দেখা যায়। ইসলামপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রীতি যাদব এবং তার প্রতিনিধি দীপক যাদবকেও এই ঘাটে ছট পূজা করতে দেখা গেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *