পুলিশের বিষয়টি মাথায় আসলে সবার প্রথমে চোখের সামনে যা ভেসে ওঠে তাহল নিয়ম কানুন পরিচালনা, সুরক্ষা প্রদানে সদা সচেষ্ট আইনের রক্ষকদের কথা। কিন্তু পুলিশ তো শুধুই আইনের রক্ষক নয়। তারাও আপনার আমার মতো একজন সাধারণ মানুষ। তারাও মানুষের জন্য অসংখ্য হিতকর সেবা মূলক কাজ করে চলেছে বছরের পর বছর।
উৎসবের মরশুমে সবাই যখন আনন্দ করে তখন তারা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত থাকে।

এতসবের পরেও আজ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এর পক্ষ থেকে প্রায় ১০০০ মানুষকে বস্ত্র এবং মশারী প্রদান করলেন আইনের এই রক্ষকরা।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার জসপ্রীত সিং অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার সহ শহরের ব্যবসায় সংগঠনের সদস্য এবং পুলিশকর্মীরা।