রবি আড্ডায় সম্রাট দে

আজকাল বুকের ভেতর একটা

ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ হয় রাতে।

পায়ের চাপে ক্যাঁচক্যাঁচ শব্দে ঘুরতে থাকে খয়েরি মরচেধরা চাকা।

দীর্ঘ বিরতিতে ব’সে থাকতে থাকতে

ফ্যাকাসে হওয়া সুতো-বন্দি টোটা কাঁধে নিয়ে চলতে থাকে ঘড়ঘড়ানি।

মুখে সুতো নিয়ে উঠবস করতে করতে যোগসূত্রতা ছিড়ে ফ্যালে মাথামোটা সূঁচ।

কাজচালানো রিফু করতে ধ্যাবড়া ফোঁড়ে চলতে থাকে বুকের ছেঁড়া-ফাটা সারাইয়ের যাবতীয় চেষ্টা।

আজকাল রাতে বুকের ভেতর ক্রমাগত একটা সেলাইমেশিন চলে ঘড়ঘড় ঘড়ঘড় …

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *