বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় চোর ধরো জেল ভরো কর্মসূচি চলছে। সেই অনুযায়ী আজ ইসলামপুর বিজেপির পক্ষ থেকেও চোর ধরো জেল ভরো কর্মসূচির আয়োজন করা হয়।।
প্রথমে ইসলামপুর বিজেপির নগর কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের ওপর দিয়ে বিডিও অফিসের দিকে রওনা হয়।। বিডিও অফিসের কিছু আগেই বিশাল পুলিশ বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ছিল
বিজেপির কর্মকর্তারা ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের সামনে যেতে চাইলে ইসলামপুর থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও তর্কে জড়িয়ে পড়েন।। স্বাভাবিক ভাবেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস,জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বিজেপির কার্যক্রম প্রমুখ চিত্রজিৎ রায় সহ অন্যান্য বিজেপি কার্যকর্তা ও কর্মীরা।।