নিুজডেস্ক: হাইকোর্টের নিদেশে দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগেও একাধিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে বারবার তলব করা হয়েছে তৃনমূলের শীর্ষ স্থানীয় নেতাদের। কেউ কেউ হাজতে রয়েছে। তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন আবার তাকে আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাজিরা দেওয়ার নির্দেশ দিলো ইডি। নিয়োগ দূর্নীতির মামলায় অভিষেককে আবার তলব করা হল। তবে দলীয় সূত্রে খবর অভিষেক হাজিরা দেবেন।
এর আগে কয়লা কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুরো পরিবারকে। নিয়োগ দূর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় , রেশন দুর্নীতি কান্ডে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, গরু পাচার কান্ডে অনুব্রত মন্ডলের মতো হেভিওয়েট তৃনমূলের নেতা মন্ত্রীরা হাজতে রয়েছে। অন্য দিকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলবকে দলীয় সূত্রে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হেনস্তা করা হচ্ছে বলে দাবি করা হয়।