জল খেতে নেমে স্টেশন থেকে নিখোঁজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লকের ভক্তিয়া গ্রামের আদ্ধনাথ কাপাসিয়া। গত শনিবার ব্যাঙ্গালোর থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন । ভোর রাতে আসানসোল রেল স্টেশনে জল খেতে নেমেছিলেন আদ্ধনাথ। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান । প্রায় ৭ দিন হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গত রবিবারই থানায় ডায়েরি করেছেন তার পরিবারের সদস্যরা। পরিবারের লোকেরা বলেন, তার উপর গোটা পরিবারের দায়িত্বভার ছিল। আদ্ধনাথ কাপাসিয়া কৃষি কাজ করেন। তাকে খুঁজে না পাওয়ায় কান্নায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।আদ্ধনাথ কাপাসিয়ার নিখোঁজ হওয়ার ৬ দিন হয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে সংবাদ মাধ্যমে কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন গোটা পরিবার।