নিউজডেস্ক: নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর মহকুমার উদ্যোগে এই প্রথম চোপড়া ব্লকে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট।
বুধবার চোপড়া বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষার প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলবে আগামী সাতদিন।
চোপড়া ব্লকের বিভিন্ন স্কুলের মোট ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। উপস্থিত ছিলেন এবিটিএ নেতৃত্ব সঞ্জীব কুমার বোস, নিশিত কুমার বিশ্বাস, মল্লিকা সাহা, কুশল ভট্টাচার্য, মিলি সান্যাল সহ অনেকে।
এবিটিএ নেতৃত্ব জানান, আগামী ডিসেম্বর মাসে এর ফল ঘোষণা করা হবে এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে প্রতিটি ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে পরীক্ষার খাতা সহ বিভিন্ন ভুল বা সমস্যা থাকলে সেগুলো আলোচনা করা হবে।
মাধ্যমিকের আগে ছাত্র-ছাত্রীদের এই ধরনের পরীক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যেও বেশ উৎসাহ দেখা যায়।