নিউজডেস্ক: সোমবার বিদেশি জাল মদের কারখানায় পুলিশের হানা, গ্রেফতার গুদাম মালিক সহ মোট ১৩ জন অভিযুক্তকে মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরের রবীন্দ্রপল্লি এলাকায় একটি গুদামে দীর্ঘদিন ধরেই বিদেশি মদ তৈরি করে পাঁচার করা হতো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ওই এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, মদ তৈরীর সরঞ্জাম, বিভিন্ন বিদেশি মদের স্টিকার, বোতলে ক্যাপ, বোতল সিল করা মেশিন, ১২০০ লিটার রঙিন জাতীয় পদার্থ, স্পিরিট উদ্ধার করে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় গুদামের মালিক রাজু বিশ্বাস সহ মোট ১৩ জনকে গ্রেফতার করে গুদামটি সিল করে দেয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৯ জন বিহারের বাসিন্দা রয়েছে। পুলিশের অনুমান ভেজাল মদ তৈরি করে বিহারে পাচার করা হতো। মঙ্গলবার অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।