শোয়ার ঘর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খুন করা হয়েছে দাবি পরিবারের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পোড়াভিটা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ মসির (৪৫)। পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিহারের ঠাকুরগঞ্জ এলাকা থেকে দুইজন আত্মীয় ওই ব্যক্তির বাড়িতে এসেছিল। বাড়িতে মহম্মদ মসির একাই ছিলেন। এরপর আত্মীয়রা রাতে মসিরের বাড়ি ছিলেন বলে দাবি পরিবারের। আজ সকালে বাড়িতে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী এসে দেখেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ রয়েছে। এরপর দরজা খুলে দেখলে বিছানায় রক্তাক্ত অবস্থায় মহম্মদ মসিরের মৃতদেহ পরে রয়েছে। তার কপালে আঘাতে চিহ্ন রয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ তাকে খুন করে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার দুই আত্মীয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।