নিউজডেস্ক: রেশন বণ্টনের দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছে রাজ্যের বন মন্ত্রী হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক । আর নেতার গ্রেফতারিতে শোরগোল পরে গেছে রাজ্যজুড়ে। শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
২০২১ সালে নির্বাচন কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দেওয়া হলফনামা দেখা যায় ২০১৫-১৬ সালে তাঁর রোজগার ছিল ২,৪০,৯১৭ টাকা। ২০১৬-১৭ সালে তা বেড়ে হয় ১১,৯৮,১৪৮ টাকা। ২০১৭-১৮ সালে ১২,৪০,২৫৫ টাকা। ২০১৮-১৯ সালে ৫১,৯৩৫৭৬ টাকা। ২০১৯-২০ সালে ৪০,২১,৯১০ টাকা।হলফনামায় তিনি জানিয়েছেন , ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর দফতরকে দেওয়া হিসাব অনুযায়ী রোজগার ছিল ৪০ লক্ষ টাকা। মন্ত্রীর স্ত্রীর আয় ছিল ১৮ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র নিজের নামে ৩৪টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। স্ত্রীর নামে ৭টি। জ্যোতিপ্রিয়র ১২টি ফিক্সড ডিপোজিট সহ ৫০ লক্ষ টাকার আরও ফিক্সড ডিপোজিট উল্লেখ রয়েছে হলফনামায়। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার উপরে। স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি টাকার উপরে। স্ত্রীর ৪টি ফিক্সড ডিপোজিটে প্রায় ৩০ লক্ষ টাকা। সামন্ত সমবায় ব্যাঙ্কে বিপুল শেয়ার রয়েছে মন্ত্রীর। গত কয়েক বছরে কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে মল্লিক দম্পতির সরকারিভাবে ঘোষিত আয়।