নিউজডেস্ক: মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের নির্দেশের পর আশার আলো দেখছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। এদিন তিনি নির্দেশ দেন উচ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করার। সাথে পরিস্কার করে দেন, নিয়োগ করতে হবে হাইকোর্টের নির্দেশেই।
২০১৪ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরপর ১৪ হাজার ৩৩৯ পদের জন্য ১৩ হাজার ৩৩৮ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। ১১টির বেশি বিষয়ের জন্য আলাদা আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা দুর্নীতি পূর্ন ছিল বলে অভিযোগ ওঠে। এরপর আদালতে একের পর এক কেস হয়। তারপর থেকেই আদালতের নিয়োগের অনুমতির জন্য অপেক্ষা করা শুরু হয়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মামলার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট নির্দেশ দিয়েছে আজ ।সেই নির্দেশে এও পরিস্কার করে বলা হয়েছে যে, হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করতে পারবে না কমিশন।কাউন্সিলিংয়ের পর যাবতীয় তথ্য জানাতে হবে আদালতকে। দিতে হবে তালিকাও।তারপরই হাইকোর্ট নিয়োগ নিয়ে চূড়ান্ত নির্দেশ দিলে কমিশন নিয়োগ করতে পারবে শিক্ষক।