রবি আড্ডায় জয়িতা সেন

পরিযায়ী এক হাওয়া ছিল ভরদুপুরে আজ।টের পাওনি বোধহয়।  সে এসেই তো বললো এমন দিনে চিঠি লেখ্ মেয়ে। আমার  আজও আছে অঢেল সময় এসব দেখার। বকা খাওয়ার ভয় চুপটি করে থাকি। বীজ ফেটেছে শিমুলের। কিছু ফিনফিনে রেশমি সুতা পাঠিয়েছে সে।আমার  জানলার গ্রিলে বাধা পেয়ে অসহায়ের মতো ঝুলছে। এত ভালবাসে কেউ! বোকার হদ্দমুদ্দ। আমি বুঝি তার চরকা কাটা বুড়িটি আছি?অযুত বছর পেরিয়ে গেল! আমার দরজায় এখন কড়া নাড়ে আমাজনের জঙ্গল অথবা জঞ্জাল।  তোমার পাঠানো ‘পণ্যকরণ’ বইটি  পেয়েছি। ভালো থেকো কেমন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *