নিউজডেস্ক: মহালয়ার পুন্য লগ্নে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ঐতিহ্যবাহী সতিপুকুর শ্মশান কালি মন্দিরের শ্রী শ্রী রটন্তী কালীপুজোর ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হলো। গুটি গুটি পায়ে ৫০টি বছর পার করেছে এই পুজো। এই স্থানটি অনেক ইতিহাসের সাক্ষী। এই সতী পুকুরের নামকরণের ইতিহাস এবং তার সাথে জড়িত নানান ঘটনা প্রবাহকে কেন্দ্র করে রচিত হয়েছে স্মরণিকা। আজ দুপুরে সেই স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইওয়ালা আগরওয়াল সহ শ্মশান মন্দির কমিটির কর্মকর্তারা। এই স্মরণিকা প্রকাশ কে ঘিরে রীতিমতন নস্টালজিয়ায় ভাসেন সকলেই। প্রসঙ্গত সতিপুকুর শ্মশান ঘাটে একটি বিদ্যুৎ চুল্লি রয়েছে। বর্তমানে সেটি বিকল অবস্থায় পড়ে রয়েছে। যাকে ঘিরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই সমস্যা নিরসনের ব্যাপারে আশ্বস্ত করলেন চেয়ারম্যান।