রবি আড্ডায় রিমি দে
ঢিমে আঁচে কড়াই ভর্তি হাহাকার গরম হচ্ছিল-
ঘন থেকে ঘনতর
জমে প্রায় ক্ষীর
দুধ খুঁজছিল আলো চাল
ফুটন্ত হাহাকারের উপরে হতাশার পুরু সর
সরবাটা ঘিয়ের ঘ্রাণে ঘর ম ম
বুক ফাটা হয়ে যাবার পরও
হাহাকারের উষ্ণ দুধে আমরা আলো ফেলে পায়েস রাঁধলাম।
চাল বাঁধলাম
উলুধ্বনিতে ভরে উঠল একুল ওকুল
কাকলি শুনতে শুনতে দুকলি নীরব গাইলাম
হারিয়ে যাবার পরেও আমাদের গায়ে শুদ্ধ ঘিয়ের
গন্ধ লেগে থাকল….