নিউজডেস্ক:
রোগী মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হল ইসলামপুরের মহুকুমা হাসপাতালে। আবু তালেব নামের চোপড়া থানার শিথলা গ্রামের বাসিন্দা জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। গত দুদিন কিছুটা সুস্থ থাকলো আজ সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, বাড়ির লোক হাসপাতালের কর্তব্যরত সিস্টারদের বারংবার জানানোর পরেও তাদের কথায় কর্নপাত করেনি। উপরন্ত তাদের সাথে দুর্ব্যবহার করে। আজ সকালে তালেব আলি কে ইনজেকশন দেওয়ার পরেই তার মৃত্যু হয়। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে । ইসলামপুর থানার পুলিশের বিশাল বাহিনী ঘটনার স্থলে এসে পৌঁছে মৃত রোগীর পরিবারের সাথে কথা বলে উত্তেজিত আত্মীয়দের শান্ত করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারংবার কর্তব্যরত কর্মীদের দুর্ব্যবহারের কথা এর আগেও অভিযোগ আকার জমা পড়েছে। আজও একবার এই অমানবিক ঘটনা সাক্ষী হয়ে রইল চোপড়া থানার শীতলা গ্রামের তালেব আলীর পরিবার।