নিউজডেস্ক:
গত ২৮ শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত হুগলির ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ষষ্ঠ রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল তাতে উত্তর দিনাজপুর জেলার মুকুটে যুক্ত হল নতুন পালক। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা অঙ্কুষ পাল অনূর্ধ্ব- ১১ রাজ্যস্তরের ব্যাডমিন্টনে ডাবলসের ফাইনালে রানার্স হল। পূর্ব বর্ধমানের রীতম মাঝির সাথে জুটি বেঁধে অনুর্ধ ১১ ডাবলসে অংশ গ্রহন করে অঙ্কুশ ।
এই প্রতিযোগিতায় অঙ্কুশ ও হৃতম মাঝি১০-১৫ ও ৬-১৫ পয়েন্টে কলকাতার অরিন দত্ত-ইরফান মন্ডলের কাছে হেরে যায়। রায়গঞ্জের টেকনো ইন্ডিয়া স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্র অঙ্কুষ পাল শহরে ফিরে আসতেই সম্বোধনা প্রদান করা হয় স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে। অঙ্কুষের কোচ তথা
রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন কোচ রঞ্জন সিংহ( অপু) তার একাডেমির ছাত্রের সাফল্যে গর্বিত। তিনি বলেন, কোচরা সব সময় চায় বাচ্চারা ভালো আরো ভালো করুক। আগামীতেও আশা রাখি জেলাকে ব্যাডমিন্টনের দিক থেকে আমার বাচ্চারা গর্বিত করবে।অন্য দিকে অঙ্কুশকে ৫ অক্টোবর সংবর্ধনা জানাবেন উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন সংস্থার সচিব নির্মলকুমার ঘোষ।