নিউজডেস্ক: ইসলামপুর শহরের চৌরঙ্গী মোড় থেকে ৭ নম্বর ওয়ার্ড হয়ে তিনপুল মোর এলাকা অব্দি স্বচ্ছতা অভিযানে নামেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল ও ইসলামপুর মহকুমা শাসক আব্দুল সাহিদ সহ পৌর আধিকারিক ও পৌরকর্মীরা। নিজের হাতে ঝাড়ু তুলে নিয়ে এলাকার রাজপথ গুলি পরিস্কার করতে দেখা গেল তাদের। মহকুমা শাসক জানান, স্বচ্ছতা জন্য শ্রমদান এই অঙ্গীকারকে নিয়েই আজ ইসলামপুর শহরে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তবে তিনি বলেন ডেঙ্গি নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন স্বচ্ছতাই সেবা। এই কর্মসূচিকে নিয়ে আজ শহরে ১৭ টি ওয়ার্ডে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন যেহেতু পৌরসভার প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা চলে। তবে যেহেতু আজ বিশেষদিন তাই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।