নিউজডেস্ক : ব্যাঙ্ক জালিয়াতি চক্রের জালে পড়ে এবার চোপড়ার এক মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের মুখ্য সম্প্রসারককে ১৩ হাজার টাকা খোয়াতে হল। তিনি চোপড়া থানা দাস পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । বাবুগছ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের মুখ্য সম্প্রসারক আবু খয়ের শইফুল আলম বলেন,তিনি এলাকায় বিএলও -র দায়িত্বে কাজ করেন। হঠাৎ ডিএম অফিসের কর্মী পরিচয় দিয়ে গতকাল একজন মোবাইলে ফোন করেছিলেন। মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে নির্দেশ দেন।তাদের কথা মতো অ্যাপ ডাউনলোড করার কিছুক্ষনের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার পাঁচ টাকা তুলে নিয়েছেন। এ ব্যাপারে বৃহস্পতিবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জমা করেন বলে ওই মুখ্য সম্প্রসারক জানিয়েছেন।এই ঘটনা এলাকায় ফের চঞ্চল ছড়িয়ে পড়েছে।