নিউজডেস্ক: টানা বৃষ্টিতে জলমগ্ন গোয়ালপোখর ১ নম্বর ব্লকের সাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচরা গ্রাম। সিরিয়ানি নদীর জলে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে গোটা এলাকা। জলের তলায় ডুবেছে রাস্তা, জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে। বিষয়টি জানতে এলাকায় আসেন স্হানীয় নেতৃত্বরা। তবে সরকারি ভাবে কোন সাহায্য এখনও পর্যন্ত কেউ পাইনি বলে অভিযোগ গ্রাম বাসিদের।
অন্যদিকে এবিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, বর্ষার কারণে গ্রামের জল ঢুকে পড়েছে। আমরা নজরে রাখছি। বেশি সমস্যা হলে তাদের অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হবে।