হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে সোমবার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গঠনের জন্য তৃণমূলের ছয়জন পঞ্চায়েত সদস্য হাজির হয়। জোটের দখলে থাকা ওই গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে বিরোধী আসনে রয়েছে রাজ্যের শাসকদল।সেই সময় ব্লক চত্বরে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আভা দাসের ছেলে বাপি দাস কে বাইক আটকে চাবি কেড়ে নিয়ে মারধরের অভিযোগ উঠে ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের অনুগামী তুলসিহাটা অঞ্চল তৃণমূলের সভাপতি আবুল হোসেন আশরাফি সহ তার দলবলের বিরুদ্ধে।যদিও পাল্টা অঞ্চল সভাপতির অভিযোগ বাপি দাস তাকে কটুক্তি করায় তিনি প্রতিবাদ করেন।প্রতিবাদ করতে গেলে বাপি দাস তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে।
জানাগেছে এই ঘটনার পেছনের আসল কারন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে টিকিটের নাম করে টাকা চাওয়ার ভাইরাল অডিও ক্লিপ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সমগ্র ঘটনায় তীব্র কটাক্ষ বাম কংগ্রেস বিজেপির।
অন্যদিকে ঝামেলার কথা মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তৃণমূলের শ্রমিক সংগঠন আইনটিটিইউসির ব্লক সভাপতি আব্বাস আলীর অভিযোগ আবুল হোসেন আশরাফির স্ত্রী যাতে বিরোধী দলনেত্রী না হতে পারে তাই বাপি দাস সেই ঝামেলা করেছে। সমগ্র ঘটনা নিয়ে নেতৃত্বের মীমাংসা করা উচিত বলেও অভিমত প্রকাশ করেন তিনি।