নিউজডেস্ক: শিক্ষা হোক সকলের।
না ধর্মের, না বাজারের। শিক্ষাক্ষেত্র হোক যেকোনো রকমের বৈষম্য, দুর্নীতি ও সমাজবিরোধী মুক্ত হোক।শিক্ষা শেষে সকলের কাজ হোক, এই স্লোগানকে সামনে রেখে বাম ছাত্র সংগঠন এস এফ আই এর সদস্য পদ সংগ্রহ অভিযান চলছে চোপড়ায়। শনিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগছ হাই স্কুল গেটের সামনে সদস্য পদ সংগ্রহ অভিযান কর্মসূচি নেয় এসএফআই চোপড়া লোকাল কমিটি । জানা যায়, সংগঠনকে মজবুত করতে তাদের এই সদস্যপথ সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে । এদিন সদস্য পদ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সম্পাদক আজিজার রহমান, ছাত্রনেতা হাসান আলী ওসমান গনি সহ আরোও অনেকেই ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *