রবি আড্ডায় স্বর্ণা দাস
১
প্রতিটা খুনের পর জন্ম নেয় ফসল,
ভাঁজ করা গোলাপের নিরুত্তাপ মৈথুন
আকাশের পিঠ জুড়ে জরায়ু স্নান।
বহুকাল জমানো কথায়
তিন ফসলা জমিও অনাবাদী হয়।
২
জল ভাতে সকাল সন্ধ্যে যাপন
দম্পতি পাখির মেঘমল্লার জুড়ে নক্ষত্র জল
সংসার হয়ে ওঠা ঋতুদের বাবারা যেমন হয়…
৩
অজস্র বায়না আর ক্রস ফায়ারের ভেতর
এক টুকরো প্রবঞ্চনা।
বৈধ ও অবৈধ আসলে ঘোলা জলে মাছ ধরা,
হে শরীর তুমি তরুর ন্যায় নগ্ন
নদীর ন্যায় চঞ্চল খেউর।
গন্ধ লুকিয়ে মাংস শূন্য পেলব জ্যোৎস্না
যেমন উঠে আসে পিতার লিঙ্গ জুড়ে
আমাদের জন্ম হয়ে ওঠে মহাবিশ্বের অঙ্কুরোদ্গমন।