নিউজডেস্ক: চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে রায়গঞ্জের উকিলপাড়া এলাকার এক প্রাথমিক স্কুলের প্রদান শিক্ষককে গ্রেপতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ঐ প্রধান শিক্ষকের নাম শিবেন দত্ত। বয়স আনুমানিক ৫৩। ঐ শিক্ষক রায়গঞ্জের কলেজ পাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত শিক্ষককে আটক করে নিদিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল ঐ শিক্ষককে রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক শিবেন দত্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।অপর দিকে তদন্ত সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার সানা আকতার জানিয়েছেন, “অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।”