নিউজডেস্ক: বিবাহ কে কেন্দ্র করে উত্তেজনা রামগঞ্জের বারাপোটীয়া গ্রামে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ ১নং গ্রাম পঞ্চায়েতের বাড়াপোটিয়া গ্রামে। এদিন মেয়ের পক্ষ থেকে জানা যায় গত ৮ মাস আগে আঞ্জুরা সাথে মঞ্জুর আলমের মধ্যে কোর্ট ম্যারেজ এমনকি ইসলাম ধর্ম রীতি মেনে বিবাহ হয়। মেয়ের পক্ষ থেকে অভিযোগ ছেলের বাবা সেই বিবাহ মেনে নিতে নারাজ। তাই ছেলেকে চালাকি করে বাইরে পাঠিয়ে দিয়েছে। এদিন আঞ্জুরার মা আনোয়ারা বেগম জানান, আমার মেয়ের বিয়ে হয়েছে ৮ মাস আগে। ছেলের বাবা কোনমতেই মেনে নিচ্ছে না আমার মেয়েকে। আমরা কতদিন বাড়িতে মেয়েকে রাখবো? মেয়ে আজ নিজে তার শশুর বাড়িতে চলে যায় এবং ছেলের বাবা আজিজুল হক তিনি আমার মেয়েকে মারধর করে বাঁশের ঝোপে ফেলে দিয়েছিল। অন্যদিকে ছেলের বাবা আজিজুল হক তিনি জানান আজকে আমরা বাড়িতে কেউ ছিলাম না। হঠাৎ করে মেয়েটাকে আমার বাড়িতে গ্রামের লোক আনে ঢুকিয়ে দেয় এবং বাড়িতে লুটপাট করে কিছু সোনা গয়না ও টাকা নিয়ে যায়। আমার ছেলে কে জোর করে কয়েক মাস আগে ওই মেয়েটার পরিবার নিকাহ দেয়। যদি আমার ছেলে রাজি থাকে তাহলে আমার কোন অসুবিধা নেই। অথচ আজকে আমার বাড়িতে পুরো গ্রামের লোক এসে লুটপাট করে। আমরা থানাতে অভিযোগ দায়ের করব। এই ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশকে এবং ঘটনাস্থলে ছুটে আসে রামগঞ্জ ফাঁড়ি পুলিশ সেই আহত মেয়েটিকে উদ্ধার করে পুলিশ হসপিটালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।