নিউজডেস্ক: চোপড়ার পিয়ারিলাল চা বাগানের সমস্যা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা গুলো খবরের শিরোনামে তুলে এনেছিল এই চা বাগানের নামকে। একাধিক সমস্যার কারনে কাজ হারায় চা বাগানের কয়েকশো শ্রমিক। যারা মূলত আদিবাসী সম্প্রদায়ের। কাজ হারিয়ে দু বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে সেই মানুষ গুলোকে। চা বাগানের সমস্যার কারনে কাজ হারিয়ে অনাহারে দিন কাটছে আদিবাসী এই চা শ্রমিকদের। চা বাগানের সমস্যার পর সেখানে চা শ্রমিকদের সাথে দেখা করে একাধিক আশ্বাস দিয়ে জান বিভিন্ন দলের নেতারা। কিন্তু এসবের পরেও অনাহারে কাটছে দিন। অন্য দিকে চা শ্রমিকদের অভিযোগ, কিছু বহিরাগত সেখানে এসে নিজেদের স্থায়ী শ্রমিক বলে দাবি করছে। কিন্তু যারা প্রকৃত শ্রমিক তাদের কেউ খোঁজখবর নিচ্ছেন না । শুক্রবার শ্রমিকরা তাদের একাধিক সমস্যা ও সরকারি ভাবে খাবারের ব্যবস্থার দাবিতে মহকুমা প্রশাসন ও লেবার কমিশনের কাছে দারস্থ হন। এবিষয়ে মহকুমা প্রশাসন ও লেবার কমিশনকে একটি স্মারকলিপিও প্রদান করেন তারা।