নিউজডেস্ক: বন্ধুর বিরুদ্ধে আর এক বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো চোপড়া থানার মাঝিয়ালি এলাকার ঝুটিয়া গ্রামে। মৃতের নাম রাহুল ওরাওঁ। বয়স আনুমানিক (৪০)। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে ছিলেন রাহুল ওরাওঁ নামে ওই ব্যক্তি।পরে পরিবারের লোকজনেরা জানতে পারেন রাহুল ওরাওঁ কে বেধড়ক মারধর করা হয়েছে। পরিবারের লোকজনের তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। স্হানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যু কারণ জানার চেষ্টা চালায় পুলিশ। তবে কি কারণে ওই ব্যক্তিকে মারধর করা হলো তা এখনও পরিষ্কার নয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।