নিউজডেস্ক: বর্ষা আসলেই ভোগান্তির শেষ নেই চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাধোভিটা গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসী অভিযোগ জলনিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা চলে আসছে বছরের পর বছর।
জানা গিয়েছে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাধোভিটা গ্রাম। এই গ্রামে প্রায় কয়েকশো পরিবারের বসবাস রয়েছে। বর্ষা আসলে এই গ্রামে বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম। রাস্তা ঘাট, বাড়ির উঠোন থেকে শুরু করে রান্না ঘর সব জায়গায় বর্ষার জলে জলমগ্ন হয়ে পড়ে। গ্রাম বাসিদের অভিযোগ জলনিকাশি ব্যবস্থা না থাকার কারণে বছরের পর বছর এই সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। বারবার স্হানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাম বাসিদের। তাই এবার জলনিকাশি ব্যবস্থা করে সমস্যার সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসীরা।
অন্যদিকে এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা রয়েছে সেখানে। আমরা সেই গ্রামে গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
তবে এবারও কি শুধু আশ্বাস পাবেন মাধভিটা গ্রামের মানুষ ‘না’ সত্যি সমস্যার সমাধান হবে সেদিকে নজর থাকবে সকলের।