নিউজডেস্ক: চোপড়া ব্লকের পিয়ারিলাল চাবাগানে গতকালের সংঘর্ষ এবং অগ্নিসংযোগের পর ২৪ ঘন্টা কেটে গেলেও আজও এলাকা থমথমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। চলছে পুলিশী টহলদারি।রাস্তাঘাট জনমানব শূন্য।
উল্লেখ্য, সোমবার দুপুরে প্যায়ারিলাল চাবাগান দখলকে কেন্দ্র করে জমি মাফিয়াদের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ হয়েছি।সংঘর্ষে চাবাগানের শ্রমিক আদিবাসীদের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ।ছররা গুলিতে গুলিবিদ্ধ হন ১৩ জন আদিবাসী।এই ঘটনার পর আদিবাসিদের বাড়িতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জমি মাফিয়াদের ভয়ে ঘর ছাড়া ছিলেন ওই এলাকার বেশ কিছু আদিবাসী পরিবার।