রবিবার ভোররাতে মালদহের বৈষ্ণবনগর টোল প্লাজা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল এসটিএফ।
উদ্ধার হওয়ায় মাদকের বাজারদর ১৯ কোটি টাকারও বেশি বলে এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রদীপ জেভিয়ার তিরকে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের বাসিন্দা। অন্যজন স্যামুয়েল লুনমিনলান কাংসেই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা।
মণিপুর থেকে ওই মাদক নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে এসটিএফ। মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ধৃতদের আদালতে তোলার পর ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
এসটিএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে গাড়িতে চেপে বহরমপুরের দিকে যাচ্ছিলেন ধৃতরা। গোপনে খবর পেয়ে বৈষ্নবনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ১৮ মাইল টোল প্লাজার কাছে ফাঁদ পাতে এসটিএফ। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয় বলে এসটিএফ জানিয়েছে।
ধৃতদের বিরুদ্ধে NDPS (Narcotic Drugs and Psychotropic Substances Act) আইনে বৈষ্ণবনগর থানায় মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ। ধৃতদের জেরা করে এই ঘটনায় মাদক পাচার চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে এসটিএফ।